চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার মৌলভীর দোকানস্থ এলাকায় বেপরোয়া গতির কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহতের নাম মাহফুজুর রহমান (২৯)। তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মাদিয়াপাড়ার মোঃ আবদুল লতিব শেখের পুত্র ও আবুল খায়ের গ্রুপের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।
[irp posts="2798" ]
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে বারোটায় চট্টগ্রাম অভিমুখী বেপরোয়া গতির কাভার্ডভ্যান ঢাকামেট্টো ট- ১৮-১৭০৭ মাহফুজুর রহমানের মোটরসাইকেল ঢাকা মেট্রো-হ ৩০-৫৬৭৮ কে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
[irp posts="79490" ]
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা দৈনিক আজাদীকে বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘঠনাস্থলে গিয়ে নিহত মাহফুজুর রহমানকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্মরত সিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
[irp posts="2218" ]
ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020