
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় আন্তর্জাতিক ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল জুতা উৎপাদনের দায়ে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ‘লোটাস ফুটওয়্যার লিমিটেড’ নামের ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে পাহাড়ি অঞ্চলে গড়ে ওঠা এই কারখানায় অ্যাডিডাস, নাইকি, বাটা সহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের নকল জুতা তৈরি করে বাজারে সরবরাহ করা হতো। সম্প্রতি বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে সেখানে অভিযান চালানো হয়।
ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান জানান, প্রতিষ্ঠানটি সুপরিচিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে নিম্নমানের জুতা তৈরি ও বাজারজাত করছিল। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, “বাজারে ভেজাল ও নকল পণ্যের বিস্তার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020