Search
Close this search box.
Search
Close this search box.

সাতের উন্নয়ন, সঙ্গী সামাজিক সংগঠন।

“সাতের উন্নয়ন, সঙ্গী সামাজিক সংগঠন” চমকপ্রদ এই শ্লোগান বাশঁখালীর ঝিমিয়ে পড়া সামাজিক সংগঠন গুলোকে একীভূত করণের প্রয়াস সত্যিই প্রশংসার দাবিদার।

আগে আমাদের ধারণা ছিল আমি নিদিষ্ট আয়তনের সেচ্ছাসেবী।কিন্ত এই নিছক ধারণাকে পরিবর্তন করে দেয় দেয় আমাদের। ঐক্যবদ্ধভাবে, কাঁধে কাধঁ মিলিয়ে একটি সুন্দর ও মডেল বাশঁখালী গড়ার প্রত্যয় নিয়ে বীরদর্পে এগিয়ে চলা সকল কর্মবীরদের তরে দোয়া ও ভালবাসা রইল।

ব্যনার সর্বস্ব বা অনলাইনে দেখানো মনমানসিকতা পরিহার করে মানবতার কল্যাণে, সম্প্রীতির বন্ধনে,পল্লী উন্নয়নে,শিক্ষার প্রচার-প্রসারে,ইট- কংক্রিটের এই সময়ে সবুজায়নের মাধ্যমে ,যুবকের হাতকে শক্তিশালী করণের মাধ্যমে, কো-কারিকুলার তথা ক্রীড়ার মাধ্যমে পিছিয়ে থাকা এই প্রাণের বাশঁখালীকে পরিবর্তনের এই সুবর্ণ সুযোগকে সাদরে গ্রহন করে আমরা সফলতার স্টেশনে পৌছাব ইনশাআল্লাহ।

পরিশেষে উপরোক্ত কার্যক্রমে ও বাঁশখালীর অবকাঠামোগত উন্নয়নে প্রিয় সংগঠন “আলোকিত রত্নপুর” সর্বদা আপনাদের সাথে থাকবে।

মুহাম্মদ হুমায়ন কবির

সাধারণ সম্পাদক
আলোকিত রত্নপুর
বাহারচরা, বাশঁখালী।
আরও পড়ুন  সাধনপুরে ছাত্রলীগ নেতার ইফতার সামগ্রী বিতরণ