চট্টগ্রামের বাঁশখালীতে দেওয়াল চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত দুইটার সময় উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও ২ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মো. মিজবাহ (৩)। সে স্থানীয় রফিউল আলমের পুত্র।
নিহত শিশুর পরিবারের বরাত দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা সূত্র জানায়, শনিবার রাতে মা বাবার সাথে ঘুমিয়ে পড়ে শিশু মিজবাহ। রাতে প্রবল বর্ষণে বৃষ্টির পানি দেওয়াল ছুঁয়ে পড়লে এক পর্যায়ে দেওয়াল চাপা পড়ে মিজবাহ মারা যায়। ওইসময় আহত হয় মিজবাহর মা-বাবাও।
সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল বলেন, অতি বৃষ্টিতে বাড়ির দেওয়াল ধসে পড়ে শিশুটি মারা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার এসআই শহীদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।