
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।দেশের প্রতিরক্ষা খাতের এই কৃতী সন্তান শুক্রবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের ছোট ভাই। পেশাগত জীবনে তিনি ছিলেন এক অনন্য উদাহরণ।
২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ নৌবাহিনীর ১১তম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশের ইতিহাসে প্রথম ভাইস অ্যাডমিরাল পদে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেন।২০০৭ সালে তিনি রিয়ার অ্যাডমিরাল এম. হাসান আলী খানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব শেষে ২০০৯ সালে ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহম্মেদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। তাঁর নেতৃত্বকালীন সময়ে নৌবাহিনীতে আধুনিকায়ন ও কৌশলগত উন্নয়নের উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়, যা পরবর্তী প্রজন্মের কর্মকর্তাদের জন্য দিকনির্দেশনা হয়ে আছে।
১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন সরওয়ার জাহান নিজাম। অল্প বয়সেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মাত্র ১৮ বছর বয়সে পাকিস্তান নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন। পরবর্তীতে কাকুলের পাকিস্তান মিলিটারি একাডেমিতে ছয় মাসের প্রশিক্ষণ শেষে ১৯৭০ সালে করাচির পাকিস্তান নেভাল একাডেমিতে যোগ দেন।দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, মেধা ও দক্ষতার পরিচয়ে নৌবাহিনীর শীর্ষ পদে আসীন হন।
সহকর্মী ও অধীনস্থদের কাছে তিনি ছিলেন একজন অনুপ্রেরণাদায়ী নেতা, যিনি পেশাদারিত্ব ও নৈতিকতার মাধ্যমে দেশপ্রেমের প্রতীক হয়ে উঠেছিলেন।ব্যক্তিগত জীবনে ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান দাম্পত্যসঙ্গী স্ত্রী মুনিরা নিজাম এবং একমাত্র কন্যা নাফিসা নিজামকে রেখে তিনি পরলোকগমন করেন।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020