রাত পোহালেই (২৫ জানুয়ারি) চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার (১০ জানুয়ারি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
উক্ত নির্বাচনে বাঁশখালী হতে পাঁচজন অবতীর্ণ হয়েছে। তাঁরা হলেন সাধারণ সম্পাদক পদে আজকের পত্রিকার ব্যুরো প্রধান, (চট্টগ্রাম) সবুর শুভ, অর্থ সম্পাদক পদে বাংলা নিউজের সিনিয়র করেসপন্ডেন্ট, মো. সরওয়ারুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো ইনচার্জ, (চট্টগ্রাম), সুবল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার, ফারুক আবদুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বার্তা২৪.কম এর বিশেষ প্রতিনিধি, তাসনীম হাসান রিয়াদ।
এই নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং একটি মাত্র কার্যকরী সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।