পুকুরিয়ায় সদ্য প্রতিষ্ঠিত সুলতানীয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার পরিচালনা কমিটি গঠিত হয়েছে৷ এতে সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ,পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মাহবুব আলী খান ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন হযরত সুলতান আহমদ শাহ রহঃ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাফেজ মুহাম্মদ নেজাম উদ্দীন সুলতানী এবং মাদ্রাসার পরিচালক এর দায়িত্ব পালন করবে
হাফেজ ক্বারি মুহাম্মদ মোরশেদ।
পুকুরিয়ায় যথেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তবে একটি মহিলা হিফয বিভাগের অপূর্ণতার কারণে এই এলাকার ছোট ছোট মহিলা বাচ্চাদের হিফয করার লক্ষ্যে চট্টগ্রাম শহরে পাড়ী জমাতে হতো কুরআনের আওয়াজ কে ঘরে ঘরে পৌঁছে দিতে আলহামদুলিল্লাহ বর্তমানে হাতের নাগালে বনাপুকুর পাড়ে অত্র এলাকার প্রসিদ্ধ অলি হযরত সুলতান আহমদ শাহ রহঃ প্রকাশ সাহ সাহেব হুজুর এর নামে নাম করণ করে প্রতিষ্ঠ হয়েছে “”সুলতানীয়া তাহফিজুল কুরআন”” নামক মহিলা হিফয বিভাগ। এমন একটি যুগোপযোগী প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ায় অত্র এলাকার শিক্ষার্থীরা উপকৃত হবে ৷ মাদ্রাসায় সার্বক্ষণিক নজরদারি রাখা হবে যাতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে।