গত ২০ নভেম্বর নেপালের রাজধানী কাটমুন্ডুতে আল আহসান অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ক্বেরাত প্রতিযোগিতায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সেগুনবাগান তালীমুল কুরআন মাদ্রাসার মেধাবী ছাত্র ক্বারী হেফাজুল ইসলাম আমন্ত্রিত প্রতিযোগী হিসেবে অংশ নেন ৷ সে এই প্রতিযোগিতায় পর পর দুই পর্বে নির্বাচিত হয়ে চূড়ান্তভাবে ২য় স্থানে বিজয় অর্জন করেন ৷
তার এই বিজয় অর্জন সেগুনবাগান মাদ্রাসার সকল উস্তাদ ও ক্বারী সাহেবগণের শুকরিয়া জ্ঞাপন করেছে মহান রবের দরবারে, পরিশ্রমের ফসল মনে ৷ তার বিজয়ের পেছনে তার পরিশ্রম এবং মাদ্রাসার উস্তাদ ও ক্বারী সাহেবগণের বিশেষ আন্তরিক পাঠদান ভূমিকা রেখেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, পাশাপাশি যে বড় বৃক্ষটির অবদান অতুলনীয় তিনি হলেন আমাদের সকলের মুরব্বি( বড় হুজুর) শায়খুল হুফফাজ আলহাজ্ব মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব বারাকাল্লাহু ফি হায়াতিহি ৷
আমাদের বড় হুজুর তাকে যে কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ করে দিতেন এমনকি হুজুরের সাথে যে কোন অনুষ্ঠানে তাকে নিয়ে যেতেন ৷ তার ভবিষ্যৎ জীবনের উত্তর উত্তর সফলতা কামনা করেন সেগুনবাগান তালীমুল কুরআন মাদ্রাসার সকল উস্তাদ ও ক্বারী সাহেবগণ ৷ বিশেষভাবে সফলতা কামনা করেন আলহাজ্ব হাফেজ মোহাম্মদ তৈয়ব সাহেব দা:বা:, চেয়ারম্যান তালীমুল কুরআন কমপ্লেক্স চট্টগ্রাম। সভাপতি ইমাম খতিব ফাউন্ডেশন চট্টগ্রাম, চেয়ারম্যান প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশন চট্টগ্রাম।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020