
বাঁশখালীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দুই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়েছে। ধৃতরা হলেন—খানখানাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড রায়ছটা এলাকার পেঁচু মিয়ার ছেলে ইউনুস আলী এবং একই এলাকার রবিউল আলমের ছেলে মোহাম্মদ তারেক।
শনিবার (২৩ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে টইটং ব্রিজ এলাকায় সেনাবাহিনীর চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্পের ইনচার্জ মেজর মোহাম্মদ সা-আদাতের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। এসময় ইয়াবা বহনকারী মোটরসাইকেল আরোহী তারেক পালানোর চেষ্টা করে খালে লাফ দেন। সেনা সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে এবং তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।পরে আটক তারেককে ক্যাম্পে নেওয়ার সময় আরেকটি মোটরসাইকেলে করে ইউনুস আলীও পালাতে চেষ্টা করলে তাকেও সেনাবাহিনী ধাওয়া করে আটক করে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একই মাদকচক্রের সক্রিয় সদস্য। ইউনুসের ভাই মিনহাজ ও হাসান চৌধুরী নামের আরও দুই ব্যক্তি এই চক্রের সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে।আটককৃতদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020