বোরহান উদ্দিন টিপু▪️
বাঁশখালী ৪নং বাহাছড়া ইউনিয়ন বাশখালা গ্রামের মাহমুদুল হকের ছেলে আরফাত(১৩) আজ সকাল ১১: ১০ এর সময় জলকদর খালে সোনাইচড়ী ব্রীজের নিছে মাছ ধরতে গিয়ে মৃত্যু বরন করেন। আরফাত মাছ ধরার আশায় জলকদর খালে জাল ফেলে। কিন্তু তার জাল পাথরে আটকে গেলে পানিতে নামে জাল ছাড়াতে । সে পানিতে ডুব দিলে আর উঠে আসতে পারেনি। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে উদ্ধার করে বাঁশখালী মা ও শিশু জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার আরফাতকে মৃত বলে ঘোষণা করে। আজ বিকাল ৫টার সময় তার নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।