Search
Close this search box.
Search
Close this search box.

সোনাইছড়ি খালে মাছ ধরতে গিয়ে আরফাতের মৃত্যু

বোরহান উদ্দিন টিপু▪️
বাঁশখালী ৪নং বাহাছড়া ইউনিয়ন বাশখালা গ্রামের মাহমুদুল হকের ছেলে আরফাত(১৩) আজ সকাল ১১: ১০ এর সময় জলকদর খালে সোনাইচড়ী ব্রীজের নিছে মাছ ধরতে গিয়ে মৃত্যু বরন করেন। আরফাত মাছ ধরার আশায় জলকদর খালে জাল ফেলে। কিন্তু তার জাল পাথরে আটকে গেলে পানিতে নামে জাল ছাড়াতে । সে পানিতে ডুব দিলে আর উঠে আসতে পারেনি। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে উদ্ধার করে বাঁশখালী মা ও শিশু জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার আরফাতকে মৃত বলে ঘোষণা করে। আজ বিকাল ৫টার সময় তার নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন  সুলতানীয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার পরিচালনা কমিটি গঠিত