Search
Close this search box.
Search
Close this search box.

সৌদিআরবে এসি বিস্ফোরণে বাঁশখালীর প্রবাসীর মৃত্যু ; এলাকায় শোকের ছায়া

বৃহস্পতিবার বাংলাদেশ সময় ৯.৩০ টায় মোহাম্মদ হেলাল উদ্দিন (২৫) নামে এক প্রবাসী, সৌদি আরবের রাজধানী রিয়াদের মাহয়েল নামক স্থানে এসি বিস্ফোরণে মৃত্যুবরণ করেন। নিহত হেলাল বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৭ ওয়ার্ডের বাগোয়ান পাড়াস্থ মৃত মোহাম্মদ ইসহাক ও ইসলামা খাতুনের ৪র্থ পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত হেলাল আগস্ট মাসের ১২ তারিখ সৌদিআরব টেইলারিং ভিসায় গমন করেন। এর আগে সে ওমান, দুবাইয়ে ছিল কিন্তু সেখানে ভিসা জটিলতায় বেশিদিন থাকেনি। ৫ বছর আগে বিয়ে করা হেলালের ৪ বছর বয়সী এক পুত্র সন্তান ও দেড়মাস বয়সী কন্যা সন্তান রয়েছে।

নিহতের ভাই মোহাম্মদ কায়সার বলেন, ধারদেনা করে ভাইটা বিদেশ গেল পরিবারের হাল ধরার জন্য এখন সে না ফেরার দেশে চলে গেল কি করে ভাইয়ের পরিবার চলবে, ছোট দুইটা বাচ্চা সহ আমার ছোট ভাইয়ের বউ কি করে চলবে আল্লাহ জানে। সেখানে অবস্থানরত পরিচিত লোকজনকে খবর দিয়েছি। মালিক যদি দয়া করে ভাইয়ের লাশ দেশে প্রেরণ করে তাহলে মরা মুখ দেখতে পাব।

স্থানীয় ইউপি সদস্য নুরুল মোস্তফা বলেন, নিহত হেলাল আমার নির্বাচনী এলাকার বাসিন্দা। যাওয়ার সময় আত্মীয় স্বজন থেকে ধারদেনা করে বিদেশে যায়। ছোট দুইটা বাচ্চা এতিম হয়ে গেল। আমার জায়গা থেকে যতটুকু সম্ভব সহয়তা করব।

আরও পড়ুন  আজ বিশ্ব রক্তদাতা দিবস