
বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পেলাহাজি পাড়ার মো. রেজাউল করিম সৌদি আরবের রিয়াদে অপহরণের শিকার হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে সৌদি আরবের রিয়াদে অবস্থানকালে তাকে অপহরণ করা হয়। তিনি পেশায় ব্যবসায়ী।
অপহৃত রেজাউল করিমের ভাই মইনুদ্দিন মিঠু জানিয়েছেন, ঘটনার পর থেকে রেজাউল করিমের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। দেশে এবং প্রবাসে থাকা পরিচিতজনরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তিনি তার ভাইয়ের উদ্ধারের ব্যাপারে সৌদিতে বাংলাদেশী দূতাবাসের সহায়তা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020