রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন “স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাঁশখালী”-এর ২০২৫-২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। এক বছরের জন্য অনুমোদন প্রদান করেন কার্যকরী পরিষদ ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক মীর মাহমুদুল হক এবং সদস্য সচিব সাহবাজ বিন সিরাজ।
নবগঠিত কমিটির শীর্ষ পদগুলোতে দায়িত্বপ্রাপ্তরা হলেন: সভাপতি: প্রকৃতি গুহ, সহ-সভাপতি: রাকিবুল ইসলাম,সাধারণ সম্পাদক: ইসহাক আহমদ।
অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক: রঞ্জন দাশ,সাংগঠনিক সম্পাদক: তৌফিক হাসান রাসেল,অর্থ সম্পাদক: মাবরুর আদিব,দপ্তর সম্পাদক: মোহাম্মদ ইমরান,শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক: সঞ্চিতা চক্রবর্তী,তথ্য ও প্রচার সম্পাদক: দুর্জয় দে,সংস্কৃতি ও জনকল্যাণ বিষয়ক সম্পাদক: তিথি ধন পূর্ণ
এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন: ইফফাত তানজীর, সঞ্জয় দাশ, তৃষ্ণা শর্মা ও মোহাম্মদ সাকিবুল হাসান।
সংগঠনের কার্যক্রমকে আরও সুসংহত ও গতিশীল করতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের নির্দেশনা প্রদান করা হয়েছে।