Search
Close this search box.
Search
Close this search box.

স্ট্রোক করে সৌদি প্রবাসী শীলকুপের আমিনের মৃত্যু হয়েছে

আরিফুল ইসলাম তুহিন ◾
গতাকাল ২৭ জুন (রবিবার) ৯নং (ক) শীলকূপ ইউনিয়নের ৬নং ওয়ার্ড মাইজপাড়া আলি উদ্দিন বাপের বাড়ীর
নুরুল আমিন (৪৮) নামের এক প্রবাসীর সৌদি আরবের রাজধানী রিয়াদ এ মৃত্যু হয়েছে।

নুরুল আমিনের ভাইপো রায়হান বলেন, আমার চাচা প্রবাস জীবনে প্রায় ২৩-২৪বছর হচ্ছে। উনি সেখানে দালানের কাজ করত। পেশায় একজন রাজমিস্ত্রীর কন্ট্রাক্টর ছিলেন। প্রতিদিনের মতো রাতে ঘুমায় যাই। সকালে তাঁর রুমমেট ঘুম থেকে উঠানোর চেষ্টা করলে দেখে মৃত্যু অবস্থায়। সেই হিসাবে ধারণা করা হয় রাতে ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যাই।

নুরুল আমিন বাঁশখালী শীলকুপ ইউনিয়নের মাইজপাড়া আলি উদ্দীন বাপের বাড়ীর মৃত নুরুল ইসলাম লেদু’র বড় ছেলে।

আরও পড়ুন  প্রশংসিত হচ্ছে গাউছিয়া কমিটির মানবিক কার্যক্রম