
চট্টগ্রামের পটিয়ায় ছেলের বাবা মোহাম্মদ নেজাম উদ্দীন (৩০) স্ত্রী ও আড়াই বছরের সন্তান কারাগারে থাকায় অপমানে আত্মহত্যা করেছেন। গত শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিজ ঘরে তিনি গলায় ফাঁস দেন।
নেজাম হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের দপ্তরী এবং চরকানাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।গত বৃহস্পতিবার একটি মামলায় নেজামের স্ত্রী ও আড়াই বছরের ছেলেকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আজাদের ভাষ্য অনুযায়ী, নেজামের স্ত্রী গ্রেফতার হওয়ার সময় তাদের আড়াই বছরের ছেলেও তার সঙ্গে ছিল।
মা ও ছেলে দুজনই কারাগারে থাকায় নেজাম উদ্দীন এই অপমানে আত্মহত্যা করেছেন। প্রতিবেশীরা নেজামের ঘরের দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এবং পরে সেটি উদ্ধার করে।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020