গত ২৫-০২-'২২ইং তারিখ রোজ-শুক্রবার চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়ামস্থ রোটারি সেন্টারে এইচ.এম. বাহাদুর এর সঞ্চালনায় স্বপ্নের আগামী'র অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা শেষে আহবায়ক কমিটির প্রধান জনাব হানিফ চৌধুরী ও সদস্য সচিব জনাব কেফায়েতউল্লাহ যৌথভাবে উপস্থিত সকলের সম্মতিক্রমে ২০২২-২০২৩ সেশনের জন্য নাঈমুল কালামকে সভাপতি এবং সাইফুদ্দিন মানিককে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি ঘোষনা করেন। সিনিয়র ৫ সদস্য বিশিষ্ট একটি টিমকে আগামী এক সপ্তাহের মধ্যে ওয়ার্ড পর্যায়ে ১,২ ও ৩ নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে ০৮-০৩-'২২ইং তারিখে প্রকাশ করার নির্দেশ প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিক, সাইফুল রাজ, মোহাম্মদ মানিক, হুমায়ুন কবির, নুর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার তানভীর, আব্বাছ উদ্দিন,মোহাম্মদ শোয়াইব, মোহাম্মদ নসরুল্লাহ, মোহাম্মদ রাতুল ও মোজাম্মেল হক সহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020