এম. বোরহান উদ্দিন টিপু ▪️
আজ ০৫ নভেম্বর ২০২১ইং স্বেচ্ছাসেবী সংগঠন বাঁশখালী ব্লাড ব্যাংক ৫ বছর অতিক্রম করে ৬ষ্ট বছরে পদার্পণ করল। ৫ম বর্ষপূর্তি বাঁশখালী উপজেলা হল রুমে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়। বাঁশখালী ব্লাড ব্যাংকের এডমিন মোঃ হানিফের সঞ্চলনায় বাঁশখালী ব্লাড ব্যাংকের এডমিন মোঃ ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব কামাল উদ্দিন, অফিসার ইনচার্জ, বাঁশখালী থানা। জনাব, ডাঃ আসিফুল হক
সহকারী সার্জন, বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স । মেডিকেল অফিসার, জনাব, লায়ন মুনমুন দত্ত মুন্না যুগ্ম সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন। জনাব, কায়েস সরওয়ার সুমন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর। এডভোকেট আনিসুল ইসলাম ও এডভোকেট দিদারুল ইসলাম প্রমুখ।এতে বাঁশখালী স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের সন্ধানে বাঁশখালী,কালীপুর ব্লাড ডোনেশন ক্লাব, বৈলছড়ি ব্লাড ডোনেশন ক্লাব, শীলকূপ ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাব, চাম্বল ইউনিয়ন ব্লাড ফোরাম, গন্ডামারা-বড়ঘোনা ব্লাড ব্যাংক, প্রিয় শেখেরখীল ব্লাড ব্যাংক,একুশে ফাউন্ডেশন বাঁশখালী শাখা, হৃদয়ে পুইছড়ি ব্লাড ব্যাংক, ছনুয়া ব্লাড ব্যাংক, সরল মানবতার ব্লাড ব্যাংক সংগঠন উপস্থিত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন। এতে বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ কাজ। আমরা নিজ নিজ জায়গা থেকে যদি রক্তদানে মানুষকে উৎসাহিত করে তুলি তাহলে রক্তের অভাবে কোন মুমূর্ষু রোগী মারা যাবে না। পরিশেষে সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে অনুষ্ঠান সমাপ্ত হয়।