
বাঁশখালীর ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান হাজিগাঁও অগ্রণী ক্লাব’র কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬ গঠনকল্পে এক সভা সম্প্রতি নগরীর চকবাজারস্থ সায়েন্স ফিলিক কোচিং সেন্টারে ক্লাব সভাপতি খোরশেদ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মো. সোহরাব হোসেন শিহাব – কে সভাপতি ও জিয়াত উদ্দিন- কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কার্যানির্বাহী পরিষদ গঠন করা হয়।
পরিষদের অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি: মিরাজুল ইসলাম চৌধুরী, সহসাধারণ সম্পাদক: রবিউল হাছান রবিন, অর্থ সম্পাদক-: ওমর ফারুক ছোটন, সাংগঠনিক সম্পাদক: ঈশা সাদেক বিন মনজুর, তথ্য ও প্রচার সম্পাদক: আজিজুল হক জিহান, ত্রাণ ও পুর্ণবাসন সম্পাদক: মো. শোয়েবুল ইসলাম, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক: ইমাম হোসেন তিতাস, পাঠাগার সম্পাদক: দেলোয়ার হোসেন দিদার, সমাজকল্যাণ সম্পাদক: আনিসুর রহমান জিয়াম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: আবদুল্লাহ আল নাহিয়ান রিপন, কার্যনির্বাহী সদস্য: শফিউল আজম শাওন, খোরশেদ আলম ও মো. সালাহ উদ্দিন কাদের শিবলু।

সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. শওকত আউয়াল চৌধুরী, প্রাক্তন সভাপতি মাসুদ-উল-কবির, শফিউল আজম শাওন, হারুনুর রশিদ, শওকত মুহিত চৌধুরী ও মঈনুল আজীম সোহেল।