গতকাল ২১ অক্টোবর, ২০২২ খ্রি. জুমাবার সকাল ১০ টার সময় বাঁশখালী উপজেলাধীন পূর্ব বড়ঘোনা, হাজী এহছান আলীর বাড়ি একতা সংঘের কার্যলায়ে এর প্রধান উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম, ও মাষ্টার মুহাম্মদ ইসমাঈল, সংঘের সকল সদস্যের উপস্থিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সকলের পরামর্শক্রমে ২০২৩,২৪ সেশনের জন্য কার্য নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে এম শওকতুল ইসলাম আজাদ সভাপতি ও হাছান মাহমুদ মিছবাহ কে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। সংগঠনের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন ; সহ সাধারণ সম্পাদক হেফাজুুল ইসলাম, কোষাধ্যক্ষ আমির হোসাইন বাদশা, সহ কোষাধ্যক্ষ কারী জাহেররুল ইসলাম, প্রচার সম্পাদক মুহাম্মদ শরফুদ্দীন তানভীর, হাফেজ ওমর ফারুক, হাফেজ হেলাল উদ্দিন, মুহাম্মদ ফরহাদ,খোবাইবুল ইসলাম, শাহেদুল ইসলাম, সাইমন প্রমুখ।