চট্টগ্রাম মহানগরীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হাজেরা তজু কলেজ এর অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের কৃতি সন্তান প্রফেসর এসএম আইয়ুব। জনাব আইয়ুব কাথরিয়া ইউনিয়নের দক্ষিণ বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন, তাঁর পিতা মাস্টার আবু আহমেদ, মাতা ছৈয়দা নূর জাহান। কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সাতকানিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞান বিভাগ থেকে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। তিনি নুরুল ইসলাম বিএসসি কর্তৃক প্রতিষ্ঠিত চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় অবস্থিত হাজেরা তজু কলেজে প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসাবে যোগদান করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি এই কলেজের রসায়ন বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। ১ অক্টোবর, ২০২৩ তারিখে একই কলেজে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভ করেন। এবং সাম্প্রতিক সময়ে নিয়মিত অধ্যক্ষ অবসরে যাওয়ায় পুনরায় অধ্যক্ষ পদে নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি সরকারি প্রবিধান অনুযায়ী অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। বিভিন্ন পত-পত্রিকায় প্রকাশিত কলাম, প্রবন্ধ, কবিতার সংখ্যা শতাধিক। প্রকাশিত কাব্যগ্রন্থ "আর কত রাত"।
একজন শিক্ষা সংগঠক হিসেবে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মানোন্নয়নে পেশাগত জীবনের অবসরে কাজ করছেন নিরলসভাবে। দক্ষিণ বাগমারা মাস্টার আবু আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সৈয়দ আলফা মিয়াজি ফোরকানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উত্তর বাগমারা মাদ্রাসার ভূমি প্রদান করে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক শিক্ষা অর্জনে ভূমিকা রাখছেন।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020