তিনি দক্ষিণ চট্টগ্রামের আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া মাদ্রাসার অধ্যক্ষ। না, এইটুকুতেই তিনি থেমে থাকার পাত্র নন, তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব, জনপ্রিয় টিভি আলোচক, শিক্ষক নেতা, আবার শিক্ষায় প্রযুক্তির ব্যবহারে সমান পারঙ্গম। তার স্বীকৃতি স্বরুপ তাকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম শিক্ষক প্ল্যাটফর্ম শিক্ষক বাতায়নের জেলা অ্যাম্বাসেডর এর গৌরবে সিক্ত করেন এটুআই। সব্যসাচী শিক্ষাবিদ, ধর্মীয় আলোচক এই গুণী ব্যক্তি শিক্ষক সমাজে তুমুল জনপ্রিয় কাজী মোহাম্মদ আবদুল হান্নান হুজুর । সম্প্রতি তিনি আরো একটি স্বীকৃতির গৌরবে গৌরবান্বিত হয়েছেন। গতকাল সরকার নিয়ন্ত্রিত “শিক্ষক বাতায়ন” কর্তৃপক্ষ সারা বাংলাদেশের মধ্যে তাকে #সেরা_নেতৃত্ব মনোনীত করেছেন। উল্লেখ্য যে, ২০২০ সালে তিনি চট্টগ্রাম জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন।
▪️যেভাবে সেরা নেতৃত্ব কীভাবে মনোনয়ন হয়: বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় কলেজ ও মাদ্রাসার প্রধানগণ তাঁর প্রতিষ্ঠানে উন্নত, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার জন্য তিনি কি কি পদক্ষেপ নিয়েছেন এবং কীভাবে বাস্তবায়ন করেছেন তার উপর কয়েকটি ডকুমেন্টারি তৈরি করে প্রায় ছয় লক্ষ শিক্ষকের ওয়েব পোর্টাল “সরকারি শিক্ষক বাতায়নে” আপলোড দিতে হয়।
১৫ দিন পর a2i কর্তৃপক্ষ চুল-ছেঁড়া যাচাই-বাছাই ও বিশ্লেষণের পর সারা দেশে থেকে একজন প্রতিষ্ঠান প্রধানকে সেরা নেতৃত্বের জন্য মনোনীত করেন।
▪️শিক্ষক বাতায়ন কী?
শিক্ষক বাতায়ন হলো- সারা দেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণের সরকার নিয়ন্ত্রিত বিজ্ঞ,প্রাজ্ঞ,স্কলার প্রায় ৬ লক্ষ শিক্ষকের একটা ওয়েব পোর্টাল। যার মধ্যে সম্মানিত শিক্ষকগণ কন্টেন্টসহ শিক্ষা সংশ্লিষ্ট যাবতীয় তথ্য-উপাত্ত এখানে আপলোড করেন এবং যার যার প্রয়োজনমত ডাউনলোড করে নিজেকে শানিত ও প্রাজ্ঞ করেন। উল্লেখ্য যে, শিক্ষকদের মোটিভেশন এবং রিকগনিশনের জন্য শিক্ষক বাতায়ন চারটি ক্যাটাগরিতে (সেরা নের্তৃত্ব, সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক এবং সেরা অনলাইন পারফর্মার শিক্ষক মনোনীত করেন।