ইউনিয়ন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে পুইছড়ি ব্লাড ব্যাংক এর ৫ম বর্ষে পদার্পণ এবং ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বর্ণিল আয়োজনে মাস্টার নজির আহমদ কলেজ হল রুমে শুক্রবার বিকেল ৩টায় মোঃ আতিকুল ইসলাম এর সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি আসহাব উদ্দিনের সভাপতিত্বে সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং পুইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেকুর রহমান, উদ্ভোধক হিসেবে বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল আলম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগের অফিসার, ডাঃ আসিফুল হক, বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন এর উপদেষ্টা, গোলাম কিবরিয়া, চট্টগ্রাম সুপ্রিম কোর্টের আইনজীবী, অ্যাডভোকেট মোঃ মহি উদ্দিন, চট্টগ্রাম জজকোর্ট এর আইনজীবী, অ্যাডভোকেট রায়হান সোবহান, চট্টগ্রাম জেলা পরিষদের হিসাব রক্ষক, তাফহীম কবির চৌধুরী, ফোরকান এলাহী, মোঃ জসীম উদ্দিন, জয়নাল আবেদীন, শহীদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সামাজিক এবং স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদানের জন্য বাঁশখালী উপজেলার ১১টি সামাজিক সংগঠন কে সংগঠন সম্মাননা স্মারক প্রদান এবং সংগঠনের ৩ জন সক্রিয় স্বেচ্ছাসেবক কে ‘বেস্ট এক্টিভিটিজ’ সম্মাননা, সংগঠনের প্রতিষ্ঠাতা কে সংগঠক সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মানবিক এবং মানবতার সেবায় সর্বদা নিয়োজিত রেখে বিভিন্ন গণসচেতনতা বৃদ্ধি করে হৃদয়ে পুইছড়ি ব্লাড ব্যাংক আলোকিত সমাজ বিনির্মানে সারথি হওয়ার প্রত্যায় ব্যক্ত করেন। সমাজের মাদকসেবি, কিশোর গ্যাং, ভূমিদস্যু বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি ▪️