ইউনিয়ন ভিত্তিক স্বেচ্ছাসেবী, জনহিতকর, মানবসেবামুলক সংগঠন হৃদয়ে পুইছড়ি ব্লাড ব্যাংক পরিচালনা পর্ষদের সম্মতিতে কার্যক্রমকে এগিয়ে নিতে হৃদয়ে পুইছড়ি ব্লাড ব্যাংক ২০২১-২২ অনুমোদন করা হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শামিম উল্লাহ আদিল, সমন্বয়ক আবুল হাসনাত এবং পর্যবেক্ষক রায়হান সোবহান সাক্ষরিত কমিটিতে সভাপতি হিসেবে আসহাব উদ্দিন, সাধারণ সম্পাদক ইব্রাহিম আফাজী এবং সাংগঠনিক সম্পাদক শামিমুল হক ফাহিম, জাহাঙ্গীর আলম সহ-সভাপতি, ফৌজুল আজিম সহ-সভাপতি, আবদুল মোমেন সহ-সভাপতি, আয়ুব হেলালি যুগ্ন সাধারণ সম্পাদক, হিমাদ্রি হোসাইন আবির যুগ্ম সাধারণ সম্পাদক, ফজলুল কাদের সিরাজী শিক্ষা ও গবেষণা সম্পাদক, এমদাদুল হক সহ-সাংগঠনিক সম্পাদক, হেলাল উদ্দিন হেলাল প্রকাশনা সম্পাদক, মোহাম্মদ সোলাইমান প্রচার সম্পাদক, জাহেদুল ইসলাম অর্থ সম্পাদক, মোরশেদুল ইসলাম দপ্তর সম্পাদক, বোরহান উদ্দিন কে সাহিত্য বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, হৃদয়ে পুইছড়ি ব্লাড ব্যাংক ২০১৯ সালে প্রতিষ্ঠা হয়ে রক্তদান এবং রক্ত সংগ্রহ করে দেওয়া, মহামারী করোনায় ত্রাণ বিতরণ প্রজেক্ট, সবুজায়নে বৃক্ষ রোপণ কর্মসূচি সহ বিভিন্ন গণসচেতনতা কার্যক্রমে সম্মিলিত প্রয়াস চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020