জনহিতকর, জনকল্যাণমুলক, ইউনিয়ন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে পুইছড়ি ব্লাড ব্যাংকের উদ্যোগে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয়ের ৫০ বছরে ❝বিজয় আড্ডা❞ প্রোগ্রাম ২১ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, পুইছড়ি প্রেম বাজার চত্বরে সম্পন্ন হয়।
প্রোগ্রামের মুল প্রতিপাদ্য - "বিজয়ের ৫০ বছরে শপথ করি, রক্তদানে ভয়কে না করি"
সংগঠনের প্রতিষ্ঠাতা শামিম উল্লাহ আদিলের সঞ্চালনায় জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- একুশে ফাউন্ডেশন এর এডমিন ও তরুণ সংগঠক, আমিরুল ইসলাম শুভ, উদ্বোধক হিসেবে শামিমুল হক ফাহিম, যুগ্ন সাধারণ সম্পাদক হিমাদ্রি হোসাইন আবির, জ্ঞান চর্চা পাঠাগার মুখপাত্র শাহাদাত হোসাইন, শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে অতিথির বক্তব্য বলেন- ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধের আত্মত্যাগের বিনিময়ে আজকের আমাদের বিজয়। বিজয়ের ৫০ বছরে আমাদের স্বেচ্ছাসেবীদের শপথ দেশপ্রেম জাগ্রত করে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020