চট্টগ্রামের ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পাঁচদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল-২৫ এর প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৪ নভেম্বর) চকবাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্যারেড ময়দানে (চট্টগ্রাম কলেজ মাঠ) আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি তাফসিরুল কোরআন মাহফিলের উদ্যোগ নেয়া হয়।
অধ্যক্ষ মুহাম্মদ তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোমিনুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, ইসকপ’র সহকারী সম্পাদক খাইরুল বাশার, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ইসকপ সহকারী সেক্রেটারি শফিউল আলম ছুবহানী, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সলীমুল্লাহ জামান, ইসকপ সদস্য মাওলানা জায়নুল আবেদীন, পরিষদের অর্থসম্পাদক নাজিম উদ্দীন, সমাজসেবা সম্পাদক ডা. মুহাম্মদ ইলিয়াছ, পরিষদ সদস্য ফজলুল কাদের, হাসমত আলী চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী, হিসাব কর্মকর্তা সিরাজুল ইসলাম খান, পরিষদ নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ এনামুল হক, সহকারী হিসাব কর্মকর্তা মুহাম্মদ হোসাইন ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ তাহের বলেন, দীর্ঘ ১৬ বছর পর পুনরায় তাফসিরুল কোরআন মাহফিলের উদ্যোগ নেয়া হয়েছে। যা বীর চট্টলার ইতিহাস-ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। ইসলামপ্রিয় তাওহিদি জনতা দীর্ঘদিন এই আয়োজন থেকে বঞ্চিত হয়েছে পতিত স্বৈরাচারীর রোষানলে পড়ে। ২০২৫ এর তাফসিরুল কোরআন মাহফিলে সবকিছু দিয়ে পূর্ণতা দেয়ার চেষ্টা করা হবে। শূন্যতা হলো আল্লামা সাঈদী ও শায়খুল হাদিস শামসুদ্দীনের (রহ.) অনুপস্থিতি। তিনি ২৭-৩১ জানুয়ারি পাঁচদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি সর্বাত্মক সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020