স্বেচ্ছাসেবী সংগঠন ” রক্তের সন্ধানে বাঁশখালী” এরইমধ্যে মানুষের কাছে বেশ পরিচিতি পেয়েছেন। নিয়মিত রক্তদাতা সংগ্রহের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে সংগঠনটি এতদূর এসেছেন। পাশাপাশি অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন নিয়মিত।
ভাষার মাস উপলক্ষে সংগঠনটি আজ সোমবার (১৪ফেব্রুয়ারি)
বায়েজিদ থানার ছিন্নমূল এলাকায় অবস্থিত “আল বয়ান হেফজ ও এতিমখানার শিশুদের জন্য নগরীর বায়েজিদ বোস্তামীস্থ জামান হোটেলে সংগঠনটির প্রতিষ্ঠাতা মোরশেদুল আলম, কাইছার আলী ও আবদুর রহমান এর উপস্থিতিতে ১ বেলা ইচ্ছেপূরণ খাবারের আয়োজন করা হয়।
সেখানে এতিম শিশুদের জন্য তাদের ইচ্ছেমত খাবার পরিবেশন করা হয় যা ওই শিশুদের মনে বাড়তি আনন্দ যুগিয়েছে। মুখে ফুটিয়েছে রাজ্যের হাসি।
‘‘রক্তের সন্ধানে বাঁশখালীর” ফুড ব্যাংকিং প্রজক্টের মাধ্যমে অনেক আগে থেকেই হতদরিদ্র ও পথ শিশুদের মাঝে পাশে দাঁড়াচ্ছেন এই সংগঠনটি।তবে এবার ভাষার মাস উপলক্ষে নেন এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ।
সংগঠনটির এডমিন কাইছার বলেন, ‘তাদের খুশিতে নিশ্চই সৃষ্টিকর্তাও খুশি হয়। তাদের জন্য কিছু করতে পারলে আমাদের আনন্দ লাগে।রাত বিরাতে আমরা অনেক ফুড ব্যাংকিং এর আয়োজন করি তখন রাস্তায় পরে থাকা আশ্রয়হীন মানুষদের মাঝে আমরা খাবার বিতরণ করতাম কিন্তু রেস্টুরেন্টে নিয়ে খাওয়ানো হয়নি তাই তাদের ইচ্ছে পূরণের জন্য আমাদের এই ব্যতিক্রম আয়োজন।তাদের আনন্দ আমাকে বেশ প্রশান্তি দিয়েছে।