পুকুরিয়া ইউনিয়নের সামাজিক সংগঠন উত্তরণ এর উদ্যোগে উদ্যোগে প্রায় দুই শ ব্যক্তির করোনার টিকার নিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার (২৮ জুলাই) সারাদিন পুকুরিয়া মোনায়েম শাহ উচ্চ বিদ্যালয়য়ের একটি কক্ষে করোনার টিকার নিবন্ধন কাজ করা হয়। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস ঝর্ণা, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদ উল করিম ও উত্তরণ সংগঠনের প্রত্যক্ষ সহযোগিতায় নিবন্ধন কাজ চলে। রেজিষ্ট্রেশন সম্পন্ন করে তৎক্ষনাৎ তাদের হাতে প্রিন্ট কপি বুঝিয়ে দেয়া হয়।
নিবন্ধনের দায়িত্বে থানা রিদোয়ান আমিন বলেন, দুদিন ধরে এই কর্মসূচী চলবে। প্রথমদিন প্রায় দুই শ ব্যক্তির করোনার টিকার নিবন্ধন কাজ করা হয়েছে। এদের বেশিরভাগ বয়স্ক। বুধবার মোনায়েম শাহ উচ্চ বিদ্যালয়য়ে টিকার নিবন্ধন কাজ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দক্ষিণ বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই কাজ করা হবে।
লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক জান্নাতুল ফেরদৌস ঝর্ণা বলেন, গ্রামের সাধারণ মানুষের পক্ষে অনলাইনে রেজিষ্ট্রেশন করা সহজসাধ্য নয়। তাদের কাজকে সহজ করে দেয়ার প্রয়াসে আমাদের এই উদ্যোগ। মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহন আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা এই রেজিষ্ট্রেশন প্রক্রিয়া চলমান রাখব। এই জনপদের আলোবাতাসে বেড়ে উঠেছি, আমার ঋণ রয়েছে এসব মানুষের প্রতি। তাদের দোয়ায় আজ আমি এইটুকু পথ পার হয়ে এসেছি। তাদের জন্য কিছু করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। আন্তরিক কৃতজ্ঞতা জানাই বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক সহযোদ্ধা ডাক্তার রাশেদুল করিম সুজন ভাইকে তিনি সহযোগিতা করেছেন এই কর্মসূচি বাস্তবায়নে।
টিকার নিবন্ধনের সময় দুটি ল্যাপটপ ও একটি প্রিন্টার ব্যবহার করা হয়। রেজিস্ট্রেশনের পর প্রিন্ট করে নিবন্ধনের কাগজ নিবন্ধনকারীদের দিয়ে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020