জীবনের লক্ষ্যকে সামনে রেখে হাজারো প্রতিকূলতাকে পাশকাটিয়ে এগিয়ে যাওয়া তরুণের নাম ডাঃ রাশেদুল ইসলাম। ছনুয়া ইউনিয়নের মত জনপদের অনুন্নত ভূখন্ড হতে উঠে এসেছেন নিজের অদম্য ইচ্ছা শক্তি এবং পরিশ্রম দিয়ে। ৪২ তম বিসিএস (স্বাস্থ্য) সুপারিশ প্রাপ্ত হয়ে দেশ সেবার তরে অপেক্ষার প্রহর গুনছেন। বাবা মৌলানা নুরুল কাদের, গ্রামের বাড়ি ছনুয়া হলেও বেড়ে উঠা, পড়ালেখা হাজী করিম সাহেবের বাড়িতেই অর্থাৎ নানার বাড়ি। বর্তমানে পার্ক ভিউ হাসপাতালে কর্মরত আছেন এই তরুণ।