জীবনের লক্ষ্যকে সামনে রেখে হাজারো প্রতিকূলতাকে পাশকাটিয়ে এগিয়ে যাওয়া তরুণের নাম ডাঃ রাশেদুল ইসলাম। ছনুয়া ইউনিয়নের মত জনপদের অনুন্নত ভূখন্ড হতে উঠে এসেছেন নিজের অদম্য ইচ্ছা শক্তি এবং পরিশ্রম দিয়ে। ৪২ তম বিসিএস (স্বাস্থ্য) সুপারিশ প্রাপ্ত হয়ে দেশ সেবার তরে অপেক্ষার প্রহর গুনছেন। বাবা মৌলানা নুরুল কাদের, গ্রামের বাড়ি ছনুয়া হলেও বেড়ে উঠা, পড়ালেখা হাজী করিম সাহেবের বাড়িতেই অর্থাৎ নানার বাড়ি। বর্তমানে পার্ক ভিউ হাসপাতালে কর্মরত আছেন এই তরুণ। মুঠোফোনে নেয়া সাক্ষাৎকারের হুবুহু তুলে ধরা হল।
“আসসালামু আলাইকুম। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত বাঁশখালী থানার ছনুয়া ইউনিয়নে আমার জন্ম। যোগাযোগ ব্যাবস্থার বেহাল দশা আমাদের প্রত্যন্ত এ অঞ্চলের। ছিলোনা বিদ্যুৎ আকাশে মেঘ জমলে মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতো। শিক্ষা,স্বাস্থ্য ব্যবস্থার কথা নাই বা বললাম।সেই জন্য আমাকে আমার পরিবার জলদী তে নানার বাড়ি পাঠিয়ে দেন পড়াশুনার জন্য। সেখানেই আমার প্রাথমিক শিক্ষা শুরু উত্তর জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এসএসসি পাশ করি ২০০৯ এ বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালয় থেকে।এইসএসসি ২০১১ সালে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ থেকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমি এমবিবিএস পাশ করি ২০১৮ তে।আমার এ অগ্রযাত্রায় আমার মা বাবা ভাই বোন, মামা,খালা চাচা, শিক্ষক সবার অবদান অপরিসীম। আমি সকলের দোয়া প্রার্থি যেন প্রান্তিক জনগোষ্ঠীর সেবা করতে পারি।”