৫ম প্রতিষ্ঠাবার্ষিকী’২১ উদযাপন : বৃক্ষরোপণ ও বিতরণ
“সবুজে রোদ নামুক, ধরণী হোক চিরভাস্বর
সবুজে থাকুক ভালবাসা, সরণী হোক অবিনশ্বর”
মানুষের চাহিদার কারণে দিন দিন ব্যাপক হারে বাড়ছে অরণ্য উচ্ছেদ। যার কারণে বিশ্বপ্রকৃতি হারাচ্ছে তার ভারসাম্য। অবাধে বৃক্ষ নিধনে প্রকৃতিতে পরিবর্তনও শুরু হয়েছে যার ক্ষতিকর প্রভাব আমরা এখন অনুভবও করতে পারছি। আগে যেভাবে আমরা ছয় ঋতু পরিবর্তনের অনুভুতি নিতে পারতাম এখন বৃক্ষনিধনের ফলে সেটা আর অনুভব করতে পারি না। এসব সমস্যার একমাত্র সমাধান বৃক্ষরোপণ।
তাই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হাজী মোহাব্বত আলীপাড়া উন্নয়ন পরিষদ, শেখেরখীল বাঁশখালী, এলাকার বিভিন্ন স্থানে বৃক্ষচারা রোপণ ও বিতরণ করা হয়।
আমাদের বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি হাজী মোহাব্বত আলীপাড়া উন্নয়ন পরিষদের সদস্যদের যারা বৃক্ষরোপণ কার্যক্রমে সহযোগিতা করেছেন।