Search
Close this search box.
Search
Close this search box.

৮ম বারের মত সিআইপি নির্বাচিত হলেন মুজিবুর রহমান

স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রীজের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ৮ম বারের মত সিআইপি নির্বাচিত হলেন। মুজিবুর রহমানের ব্যক্তিগত ফেসবুক পেইজে আজ এই তথ্য জানানো হয়৷

পোশাক শিল্প রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের খ্যাতনামা শিল্প পরিবার স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রীজের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমানকে আবারও ‘বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ’ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচিত করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে সিআইপি (রপ্তানি)- ২০১৮ মর্যাদা দেয়া হলো।

এ নিয়ে ৮ম বারের মতো সিআইপি মর্যাদা পেলেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর যৌথ আয়োজনে আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে ঢাকাস্থ হোটেল সোনারগাঁও এর বলরুমে উপস্থিত থেকে তিনি বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুনশি, এমপি এর হাত থেকে আনুষ্ঠানিকভাবে “সিআইপি কার্ড- ২০১৮” গ্রহণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সিনিয়র সচিব ড. তপন কান্তি ঘোষ, এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দীন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ.এইচ.এম. আহসান প্রমুখ।

আরও পড়ুন  মধ্যরাতে ইউনিয়ন ব্যাংকের কম্বল বিতরণ