• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
আইসিবিআই ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান হলেন বাঁশখালীর মান্নান আশরাফ ফকির হত্যা: অজ্ঞাতনামা আসামি করে মামলা, স্ত্রী-ছেলে কারাগারে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ব মঞ্চে মোহাম্মদ ইকবাল বিএনপি ক্ষমতায় আসলে দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে : আমীর খসরু ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবকের মৃত্যু বিএনপির প্রার্থী তালিকায় অনুপস্থিত শীর্ষ নেতারা এনসিপির দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী হলেন বাঁশখালীর মিশকাত বাঁশখালী নিয়ে লেয়াকত আলীর ধারাবাহিক লেখনী ভাইরাল হযরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন কঃ – প্রেমের বাদশাহর রাজকীয় উপাখ্যান বাঁশখালীতে গণঅধিকারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৯৪ বাঁশখালী; সোনালী অতীত ফিরিয়ে আনার উৎসব

রিপোর্টার নাম: / ৩৯ শেয়ার
আপডেট: রবিবার, ১৯ মে, ২০২৪

রহিম সৈকত ▪️
মানুষ উৎসব প্রিয়, সেই উৎসব যদি হয় শৈশবের খেলার সাথী, পড়ার সাথীকে নিয়ে তাও কৈশোর পেরিয়ে, যৌবনের উদ্দাম সিড়ি পেরিয়ে পরিণত যৌবনে সবাইকে নিয়ে স্মৃতিচারণ, স্মৃতিকাতরতা, মহাকালের অতল গহ্বরে তলিয়ে যাওয়া সেই অতীতকে ফিরিয়ে আনার প্রাণান্তকর চেষ্টা তবে সেখানে তো উৎসব হবেই।

৯৪ বাঁশখালী | একটু ফ্রেমবন্দী হওয়া

১৯৯৪ সালে বাঁশখালী থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা ৫০০ শিক্ষার্থী মিলিত হয়েছে একই বিন্দুতে। নাম হয়েছে তার ৯৪ বাঁশখালী। প্রতিবছর ৯৪ উৎসব রঙ্গিন হচ্ছে, যুক্ত হচ্ছে নতুন করে সময়ের স্রোতে বিস্মৃত মুখ গুলো। বিগত বছর সেই স্রোত দেখার সুযোগ হয়েছিল। এই বছর অনাকাঙ্ক্ষিত কারনে দেখার সুযোগ না হলেও অনুভব করেছি তাঁদের রঙ্গিন মুহুর্ত গুলো।

৯৪ বাঁশখালী | ফ্রেম ভাগাভাগি

৯৪ বাঁশখালী এর আহবায়ক দিদারুল আলম চৌধুরীর বর্ণনায় উঠে এল সেসব কথা। তিনি বলেন,’ ব্যস্ততম নাগরিক জীবনের ফাঁক গলে বছরে একটা দিনের অপেক্ষা। তারপর বয়স ভুলে যাওয়া, সময় ভুলে যাওয়া, আবার শিশু হয়ে উঠা, শৈশবে ফিরে যাওয়া। এই অনুভূতি কি বলে বুঝানো সম্ভব! হারিয়ে যাওয়া সময়কে নতুন করে ফিরে পাওয়ার অনুভূতি। নিছক মিলনমেলায় থেমে থাকেনি আমাদের আয়োজন। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে ছিল নানা আয়োজন।

৯৪ বাঁশখালী | ক্লাসে কে বেশি দুষ্টুমি করত তার হিসেব নিকেশ চলছে…

শুক্রবার নগরীর স্বাধীনতা স্বাধীনতা কমপ্লেক্সে (জিয়াপার্ক) এস.এস.সি -১৯৯৪ বাঁশখালীর মিলনমেলা উদযাপন কমিটির আহ্বায়ক দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আমির মোঃ মাশহুরুল আলী বাবর এর সঞ্চালনায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে বাঁশখালীর প্রায় ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৪সালে ৫০০+ সদস্য এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করা বন্ধুরা সম্মিলিত হয়। দিনব্যাপী জমকালো আয়োজনে সদ্য এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীদের সংবর্ধনা এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান ও লাকি কুপন ড্র এর পুরস্কার প্রদানসহ আরো নানা ইভেন্টের মধ্যদিয়ে উক্ত জমকালো মিলনমেলা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন,এস.এস.সি-৯৪ এর সদস্য ,ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল মান্নান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)এর সদস্য ও মহানগর প্রপার্টিজ এর ম্যানেজিং ডাইরেক্টর প্রকৌশলী মুনির উদ্দিন আহমদ,ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি) এর আঞ্চলিক ব্যবস্থাপক এ.জি.এম জাহাঙ্গীর আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?