মুজিব শতবর্ষ সমাপনী ও আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে মাসিক চাটগাঁ ডাইজেস্ট কর্তৃক আয়োজিত রত্নগর্ভা মা সম্মাননা-২০২১ অনুষ্ঠানে ‘রত্নগর্ভা মা’ ভূষিত হলেন বাঁশখালীর পুত্রবধূ, বাঁশখালীর কৃতিসন্তান, চিকিৎসক ও সমাজসেবক ডা. এম এ মান্নান এর স্ত্রী জোবাইদা লুৎফুন্নাহার কাদেরী। গতকাল ২৭ নভেম্বর চট্রগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ পদকে ভূষিত হন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার। অনুষ্ঠানে ২০ রত্নগর্ভা মা’কে এই সম্মাননা দেয়া হয়।
উল্লেখ্য কালুরঘাটস্থ মোহরা এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেয়া জোবাইদা লুৎফুন্নাহার কাদেরী ১৯৭৩ সালে সরল ইউনিয়নের ঐতিহ্যবাহী সিকদার বাড়ির সম্ভ্রান্ত পরিবারের সন্তান ডাঃ এম এ মান্নানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
দাম্পত্য জীবনে তিনি ২ পুত্র ও ১ কন্যা সন্তানের গর্বিত জননী। তাঁদের সন্তানেরা সকলেই উচ্চ শিক্ষিত ও প্রতিষ্ঠিত।
▪️তাঁদের প্রথম সন্তান:
তায়্যেবা নাজমুন মনি, অধ্যাপক, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম ল্যাবরেটরী কলেজ।
স্বামীঃ ড. মুহাম্মদ ইব্রাহিম খান, অধ্যাপক, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, চুয়েট।
▪️দ্বিতীয় সন্তান:
ডাঃ মঈনুল আহসান, বিসিএস(স্বাস্থ্য), জুনিয়র কনসালট্যান্ট, চট্রগ্রাম জেনারেল হাসপাতাল।
স্ত্রীঃ ডাঃ আয়েশা পারভীন, বিসিএস(স্বাস্থ্য), প্রভাষক, চট্টগ্রাম মেডিকেল কলেজ।
▪️কনিষ্ট সন্তান:
তরুণ বিজ্ঞানী ড. আদনান মান্নান, সহযোগী অধ্যাপক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
স্ত্রীঃ ডাঃ ফাইরুজ সাদাফ মেহের, মেডিকেল অফিসার, চট্রগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল।