Search
Close this search box.
Search
Close this search box.

বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ১৬’র পুনর্মিলনী আগামীকাল

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের (মুক্তধারা) ২০১৬ ব্যাচের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠান আগামীকাল ১৬ই মে ২০২১ইং রোজ: রবিবার সকাল ৯টা হতে বৈলছড়ী স্কুলের হল রুমে অনুষ্ঠিত হবে।

ফেলে আসা রঙিন সময়ের নীরব সাক্ষী হয়ে আছে কলমের আঁকি বুকিতে বিধ্বস্ত কাঠের বেঞ্চগুলো,
সময় হঠাৎ থমকে দাঁড়ায় মাদকতাভরা ছুটির ঘন্টার আওয়াজে, ইটের দেয়ালটার নাকি আজও তৃষ্ণা মিঠেনি স্কুলপালানো ছেলেগুলোর প্রতীক্ষায়।

“নিয়তি তোমার আত্নীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু” এ-ই উক্তিকে সামনে রেখে ২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের মাঝে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে।দিন ব্যাপী এই অনুষ্ঠানেস্মৃতিচারণ,সাংস্কৃতিক আয়োজন,র‍্যাফেল ড্র সহ বিভিন্ন আয়োজন থাকবে।

মুক্তধারা-১৬ ব্যাচের শিক্ষার্থী তারেকুল ইসলাম বলেন, এই ব্যস্ত পৃথিবীতে স্কুল থেকে বিদায় নেয়ার পাঁচ বছরে সবার মধ্যে দূরত্ব বেড়ে গেছে।কিন্তু ওরা মনে প্রাণে বিশ্বাস করে সবাই এক না হলে দেশ ও সমাজের জন্য বড় কিছু করা সম্ভব নয়। তাই পুনর্মিলন টা করা খুব জরুরি। আমাদের একশত ত্রিশ প্লাস শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছে। আমরা আশাবাদী করোনা সম্পর্কি স্বাস্থ্যবিধি মেনে খুব সুন্দরভাবে পুনর্মিলন টা সম্পন্ন হবে।

আরও পড়ুন  আলোর পাঠশালা বিদ্যাবাড়ি দুই পেরিয়ে তিনে