গত ২৪ ডিসেম্বর ২০২১ ইংরেজি রোজ শুক্রবার বাদে জুমা”বেতাগী আঞ্জুমানে রহমানিয়া” আবুধাবি শাখার নব গঠিত কমিটির অভিষেক অনুষ্টান আবুধাবি অবস্থানরত বেতাগী রহমানিয়া জামেউল উলুম দাখিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী, দরবার-এ বেতাগী আস্তানা শরীফের মুরিদান, ভক্তবৃন্দ ও শুভাকাঙ্খীদের নিয়ে, আবুধাবি মুসাফ্ফা ১০নং ডায়মন্ড সিটি রেস্টুরেন্টে মোহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে এবং মোহাম্মদ মফিজ তলুকদার সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মোহাম্মদ মঈন উদ্দিন,সহ সাধারণ সম্পাদক বেতাগী আঞ্জুমানে রহমানিয়া আবুধাবি শাখা। এবং নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক,প্রচার সম্পাদক বেতাগী আঞ্জুমানে রহমানিয়া আবুধাবি শাখা।
অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মুহাম্মদ হাবিবুল্লাহ, বেতাগী আঞ্জুমানে রহমানিয়া পশ্চিম বেতাগী শাখার সভাপতি ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ইসলামি ফ্রন্ট ও বেতাগী ইউনিয়নের আহলে সুন্নাত ওয়াল জামায়াত।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আলী, সভাপতি গাউছিয়া কমিটি বাংলাদেশ,রাজধানী আবুধাবি শাখা। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জিয়াউল হক চৌধুরী মাসুম,উপদেষ্টা বেতাগী আঞ্জুমানে রহমানিয়া আবুধাবি শাখা।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মওলানা মোহাম্মদ আলমগীর,সহ ধর্ম বিষয়ক সম্পাদক, গাউছিয়া কমিটি বাংলাদেশ,রাজধানী আবুধাবি শাখা। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীম,বিশিষ্ট সমাজ সেবক ও উপদেষ্টা বেতাগী আঞ্জুমানে রহমানিয়া আবুধাবি শাখা ও সহ সভাপতি বেতাগী আনজুমানে রহমানিয়া চট্টগ্রাম মহানগর। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মোহাম্মদ মফিজ তালুকদার,সাধারণ সম্পাদক বেতাগী আঞ্জুমানে রহমানিয়া আবুধাবি শাখা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ রাজধানী আবুধাবি শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক মোঃ ইস্কান্দর,ধর্ম সম্পাদক মওলানা ইয়াকুব, আরো উপস্থিত ছিলেন বেতাগী আনজুমানে রহমানিয়া আবুধাবি শাখার উপদেষ্টা মোঃ আরফাতুর রহমান মাসুদ,বেতাগী আনজুমানে রহমানিয়া আবুধাবি শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ মোজাম্মেল, সহ সভাপতি মোঃ জাহেদ ও ফারুক, সহ সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জামশেদ,প্রচার সম্পাদক মোঃ আবু বক্কর, জুবায়ের, সিঃ সদস্য মোঃ নেজাম,সদস্য মোঃ ইমরান, সজিব,শাহাদাত, মুন্না,মামুন,শুভাকাঙ্ক্ষী মোঃ লাভলু, মোঃ সুমন ও আবুধাবি অবস্থানরত বেতাগী আঞ্জুমানে রহমানিয়া আবুধাবি শাখার সকল কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ থেকে বেতাগী আস্তানা শরীফের বর্তমান পীরজাদা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্ (মাঃ জিঃ আঃ) ভিডিও কনফারেন্স এ যুক্ত হয়ে সাংগঠনিক দিক নির্দেশনা প্রদান পূর্বক সংগঠনের সফলতা কামনা করেন।
সর্বশেষ গাউছিয়া কমিটি বাংলাদেশ রাজধানী আবুধাবি শাখার সম্মানিত ধর্ম সম্পাদক মওলানা মোঃ ইয়াকুব দরুদ কিয়াম ও দোয়া মোনাজাতের মাধ্যমে উক্ত অভিষেক অনুষ্ঠান সমাপ্ত করা হয়।