Search
Close this search box.
Search
Close this search box.

ইউপি নির্বাচন’র ফলাফল ; আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালী

▪️আনোয়ারা

আনোয়ারায় নির্বাচিতরা

আনোয়ারা উপজেলায় ছয় ইউনিয়নের মধ্যে ৫টিতে নৌকা, ১টিতে বিদ্রোহী চেয়ারম্যান জিতেছেন । গতকাল বুধবার রাতে উপজেলা নির্বাচন অফিস থেকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া যায়।
নির্বাচিতরা হলেন, বারশত ইউনিয়নে এমএ কাইয়ুম শাহ (নৌকা) প্রাপ্ত ভোট ১১,৩৬০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল হক চৌধুরী (আনারস) পান ২৫৩৪ ভোট। রায়পুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আমিন শরীফ (ঘোড়া) ৭৩৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জানে আলম (নৌকা) পান ৪৭৫৫ ভোট। ফজলুল কাদের চৌধুরী
(মোটরসাইকেল) ৪১২৯ ভোট। বরুমচড়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা সামশুল ইসলাম (নৌকা) ৪৫২৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদত হোসেন চৌধুরী (সিএনজি) ৩৪৭৪ ভোট। আবুল বশর (আনারস) ৩৩২৫ ভোট। আনোয়ারা সদর ইউনিয়নে অসীম কুমার দেব (নৌকা) ৪০৮৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিদারুল ইসলাম চৌধুরী টিপু (মোটরসাইকেল) ২২৪৯ ভোট । পরৈকোড়া ইউনিয়নে মামুনুর রশিদ চৌধুরী আশরাফ (নৌকা) ৮৯০৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজিম উদ্দিন (মোটরসাইকেল) ১৭৫৮ ভোট। হাইলধর ইউনিয়নে কলিম উদ্দিন (নৌকা) ৯৯৮০ ভোট পেয়ে বিজয়ী জন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সোলেমান (আনারস) পান ১৬৭১ ভোট ও আবু তাহের (চশমা) পান ১৫৪৪ ভোট।

▪️চন্দনাইশ :

চন্দনাইশে নির্বাচিতরা

চন্দনাইশে নৌকা প্রতীকে ৪, স্বতন্ত্র প্রার্থী ৩ চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। জোয়ারা ইউপি ছাড়া প্রত্যেক ইউনিয়নে নতুন মুখ । ভোটযুদ্ধে ৩ নৌকা প্রার্থীকে পরাজিত করে জয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী। চেয়ারম্যান পদে বরকল ইউনিয়নে আবদুল রহিম চৌধুরী (আনারস) ৫৪০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা ফেরদাউছ ইসলাম খান (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৪৩ ভোট, বৈলতলীতে আ. লীগ মনোনীত প্রার্থী এসএম সায়েম (নৌকা) প্রতীক নিয়ে
৭৮৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫২৪ ভোট, হাশিমপুর ইউনিয়নে আ. লীগ মনোনীত প্রার্থী এড. খোরশেদ বিন ইসহাক (নৌকা) প্রতীকে পেয়েছেন ৪৭৪১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী (চশমা) প্রতীক নিয়ে পেয়েছেন ২৩৭০, বরমা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. খোরশেদ আলম (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪১৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. লীগ মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৪০৪৩ ভোট, কাঞ্চনাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবদুল শুক্কুর কোম্পানি (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ মনোনীত প্রার্থী এড. আবু ছালেহ (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫০২ ভোট, ধোপাছড়িতে আ. লীগ মনোনীত প্রার্থী মো. আবদুল আলীম (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩১৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মো. মোরশেদুল আলম (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ১৭১৫ ভোট। জোয়ারাতে বর্তমান চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন  রাজকীয় সংবর্ধনায় অবসরে গেলেন স্কুল শিক্ষক

▪️বোয়ালখালী

বোয়ালখালীতে নির্বাচিতরা

আওয়ামী লীগ ৬ বিএনপি ১ ; আহলা-করলডেঙ্গা ইউনিয়নে চ্যালেঞ্জ পূরণ করতে পারেনি আওয়ামী লীগ। কেন্দ্র দখল, ব্যাপক সহিংসতার পরও হেরেছে নৌকা প্রতীকের প্রার্থী মনছুর আহমদ বাবুল। বিপুল ভোটে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হামিদুল হক মন্নান । ৭ ইউনিয়নের মধ্যে আর বাকি ৬টিতে জয় পেয়েছে আ. লীগ।

আহলা-করলডেঙ্গা ইউপিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. হামিদুল হক মন্নান ৬০০৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনসুর আহমদ বাবুল পান ৩৪২৪ ভোট। আর ৬টিতে জিতেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। সারোয়াতলী ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. বেলাল হোসেন (নৌকা) ১০ হাজার ৩৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী এ এস এম ইউসুফ চৌধুরী (আনারস) পান ১৮৫৬ ভোট। পোপাদিয়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এস এম জসিম (নৌকা) ৯০৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বাবু দাশ (টেলিফোন) পান ২২৩৮ ভোট। শ্রীপুর-খরণদ্বীপ ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মোকারম (নৌকা) ৮০০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী জমির উদ্দিন (আনারস) পান ৩২১২ ভোট। আমুচিয়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কাজল দে (নৌকা) ৫৫১০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টির অনুপম বড়ুয়া (কাস্তে) পান ৯৪০ ভোট। শাকপুরা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ (নৌকা) ৭৬৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী মো. গিয়াস উদ্দিন (আনারস) পান ৫১৪২ ভোট। চরণদ্বীপ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. শামশুল আলম (নৌকা) ৪৫১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী মো. নুরুল আমিন খান (আনারস) পান ৩২২৭ ভোট।

আরও পড়ুন  বাঁশখালীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন