বোরহান উদ্দিন টিপু
আজ বুধবার বিকাল ০৪ঃ০০ টায় পশ্চিম বাঁশখালীর ঐতিহ্যবাহি মোশাররফ আলী মিয়ার বাজারে “বন্ধুত্বের বন্ধন” র উদ্যেগে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেন। মেধাবী ছাত্রনেতা নাহিম তালুকদার মোরশেদ এর সঞ্চলনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, হাজেরা- তজু বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী শিক্ষার্থী ফয়সাল ইশতিয়াক শিহাব, হাজী মোহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থী ইমরুল ফয়েজ রাফসান, সরকারি কমার্স কলেজের শিক্ষার্থী ফয়সাল বিন ফয়েজ চৌধুরী সহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন বলেন, ফিলিস্তিনে নামাজরত মানুষের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, মানুষ হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এমন বর্বর হামলার পরও বিশ্বসম্প্রদায় চুপ আছে। এবং বিশ্বের সকল মুসলমানদের নিজ নিজ অবস্থান থেকে ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ গড়ে তোলার আহবান করেন।।