Search
Close this search box.
Search
Close this search box.

আনোয়ারায় বিনামূল্যে চোখের চিকিৎসা পেলো দুই সহস্রাধিক রোগী

আনোয়ারায় বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা ও ছানি অপারেশনের সুযোগ পেলো দুই সহস্রাধিক রোগী। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়।

নারী সংগঠক, শিল্পোদ্যক্তা লায়ন দিলুয়ারা কামালের উদ্যোগে এবং সার্বিক সহযোগিতায় এসব চিকিৎসাসেবা দিয়েছে লায়ন্স ক্লাব অব ঢাকা বনফুল।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ উপ কমিটির ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক লায়ন নূর নবী কামাল ,আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নাসির উদ্দীন, লায়ন মাহবুবা কামাল, ডা. শুভ চক্রবত্তী, ডা. রায়সা ওয়াহেদ, ডা. জেনি জাহান, ডা. আলাউদ্দিন, ইউপি সদস্য ওয়ারেস আহমদ চৌধুরী, এলোয়ারা খুশি, পরৈকৌড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেলিম মামুন, সমাজসেবক মো. ইলিয়াস উদ্দিন, যুবলীগ সদস্য ও ব্যাংকার খোরশেদুল ইসলাম, মুজিবুল ইসলাম।

প্রাক্তন ছাত্রনেতা, সংগঠক ও ব্যাংকার মাউসুফ উদ্দিন মাসুমের সার্বিক তত্ত্বাবধানে এতে আরও উপস্থিত ছিলেন মুজিবুল ইসলাম, নাজিম উদ্দিন মধু, জাহেদুল ইসলাম, এরশাদুল ইসলাম, রুহুল কুদ্দুস, নাজিম উদ্দিন মিশুসহ আরো অনেকে।

চক্ষু শিবির আয়োজনের উদ্যোক্তা, নারী সংগঠক দিলুয়ারা কামাল বলেন, সমাজে অনেক অসহায় লোক টাকার অভাবে ভালোভাবে নিজেদের চিকিৎসা করাতে পারে না। তারা দিনের পর দিন কষ্ট করে। আমরা চাই না কেউ বিনা চিকিৎসায় অন্ধ হয়ে যাক। তাই আমরা সম্পূর্ণ বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করেছি।

তিনি আরও বলেন, আমার এই সকল জনহিতকর, কল্যাণমুখী সামগ্রিক কাজের অনুপ্রেরনা আমার নেতা, মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম.পি। তাঁর রাজনীতির দর্শন ই হচ্ছে মানবসেবা, আর সে পথেই যেনো নেতার একজন কর্মী হিসেবে নিজেকে ধাবিত রাখতে পারি সে দোয়ায় করবেন।

আরও পড়ুন  বাঁশখালীতে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গফুরসহ গ্রেপ্তার ২