বাঁশখালী উপজেলার অন্তর্গত ১১নং পুইছড়ি ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের নাপোড়ার তরুণ ছাত্র সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আলোকিত সমাজ গঠন করার লক্ষ্য ‘নাপোড়া হিলফুল ফুজুল সুন্নীয়া সমাজ উন্নয়ন পরিষদ’ নামের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০মে) এক প্রেস ব্রিফিং মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলোচক হাফেজ জসিম আবেদী বাংলাদেশ বেতার চট্টগ্রাম। এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন- মাহমুদুল হাসান।
২১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করা হয়। সহ- সভাপতি পদে আহামুদুল ইসলাম আজাদ, এনামুল হক এনাম, আরাফাত হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে রিয়াজ উদ্দিন বাঙালি। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে শেখ সিরাজুদ্দৌলা। অর্থ সম্পাদক- মোহাম্মদ রমিজ উদ্দিন। মিডিয়া সম্পাদক- হাফেজ রাশেদুল ইসলাম। দপ্তর সম্পাদক আকতারুল ইসলাম। অতিথি ও আপ্যায়ন সমন্বয়ক- মিনহাজ সিকদার। সহ অর্থ সম্পাদক মোহাম্মদ মোস্তাফা। সহ সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ তানবির চৌধুরী। কার্যকরী সদস্য হাফেজ মুসলিম উদ্দিন, মুহিবুউল্লাহ, কামাল হোসেন, শফিউুল আলম সহ ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
আলোকিত সমাজ গঠনে ভূমিকায় নাপোড়া হিলফুল ফুজুল সুন্নীয়া সমাজ উন্নয়ন পরিষদের কার্যকরী ভুমিকা পালন করতে প্রয়াস চালিয়ে যাবে।