Search
Close this search box.
Search
Close this search box.

বাঁশখালীয়ান মোজাম্বিক প্রবাসীদের মিলন মেলা।

মোজাম্বিক বাঁশখালীয়ান প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের ঐক্য আরও দৃঢ় করার প্রত্যয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল মোজাম্বিক প্রবাসী বাংলাদেশে আগত বাঁশখালীয়ান অন্যতম আঞ্চলিক সংগঠন মোজাম্বিক বাঁশখালী গ্রুপের বনভোজন ও মিলনমেলা। আজ রোববার (২০ শে মার্চ) বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে অবস্থিত বৈলগাও চা বাগানে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বনভোজনটি অনুষ্ঠিত হয়। বাঁশখালী পৌরসভা জলদিতে একযোগ হয়ে সিএনজি ও নিজস্ব পরিবহনযোগে অর্ধ শতাধিক বাঁশখালীয়ান মোজাম্বিক  প্রবাসী মিলন মেলা ও বনভোজনে যোগ দেন।দুপুরে খাওয়া দাওয়ার পর বিভিন্ন কর্মসূচি শুরু হয় । যার মধ্যে কুইজ ,ধাঁধা, বিভিন্ন খেলাধুলা পুরস্কার বিতরণসহ নানা ব্যতিক্রমি আয়োজন।অনুষ্ঠানের আয়োজনের প্রক্ষাপট তু্লে ধরে বত্তব্য রাখেন বাঁশখালীর কৃতি সন্তান মোজাম্বিক বাংলাদেশ কমিউনিটি  কেন্দ্রিয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব আনিছুর রহমান,জিকু সিকদার, এম আর মুজিব, জাকের হোসাইন।অনুষ্ঠানের শুভেচ্ছা বত্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,আদিল হোসাইন ইফতু,আব্দুল্লাহ নোমান,ফয়েজ উদ্দিন,ইব্রাহীম খলিল,মোস্তাক আহমদ,আরিফুল ইসলাম,মোঃ রুবেল,মোঃ ইসহাক,আমির হোসেন,মামুন সিকদার,নাহিদা সোলতানা মনি,তাছমিন আক্তার,তছলিমা আক্তার ছাদিয়া,ফাহমিদা খানম,খাদিজা বেগম,জান্নাতুল ফেরদৌস প্রমুখ । আয়োজকের মধ্যে আনিছুর রহমান বলেন মিলন মেলাকে স্মরণীয় করে রাখার জন্য মনোমুগ্ধকর ব্যতিক্রমী  সব কর্মসূচি ।আয়োজক ও উদ্যোক্তা বাঁশখালী প্রবাসী ঐক্য পরিষদ এর প্রতিষ্ঠাতা পরিচালক মোজাম্বিক প্রবাসী এম আর মুজিব বলেন, বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের নিয়ে বাঁশখালীর মোজাম্বিক প্রবাসদের   এই প্রথম দেশে মিলন মেলার আয়োজন করা হয়েছে।   পরিবার সহ মিলন মেলায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে  কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। আগামীতেও এই রকম বনভোজন বা মিলন মেলার আয়োজন করা হবে বলে জানান।অতিথি ও প্রবাসীরা সুন্দর, নির্মল, আনন্দদায়ক একটি বনভোজন আয়োজনের জন্য আয়োজক ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

আরও পড়ুন  গণ্ডামারা-বড়ঘোনা ব্লাড ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী ফ্রী ব্লাড নির্ণয় কর্মসূচি