Search
Close this search box.
Search
Close this search box.

হৃদয়ে পুইছড়ি ব্লাড ব্যাংক এর উদ্যোগে কালচারাল ফেস্টিভ্যাল-২০২২ সম্পন্ন

পবিত্র ঈদুল আজহা এবং সাফল্যের ৪র্থ বর্ষ পদার্পণ উপলক্ষে ঈদ আড্ডা এবং সাংস্কৃতিক সন্ধ্যা, ১১জুলাই,সোমবার পুইছড়ি প্রেম বাজার চত্বরে অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা শামিম উল্লাহ আদিল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; তরুণ আইনজীবী, মিন ল স্কুলের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রায়হান সোবহান, আসহাব উদ্দিন, রাশেদ মোহাম্মদ। মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি এমজি গোলাম মোস্তাফা, আইয়ুব হেলালী, রহমত উল্লাহ, আরিফ উল্লাহ পাটোয়ারী, গিয়াস উদ্দিন, নুর হোসেন, রহমত আলী, আব্দুল্লাহ আল মামুন সহ
বিভিন্ন পেশাজীবী, সমাজকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রায়হান সোবহান বলেন- আমাদের পুইছড়ি ইউনিয়নের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, যে কোন সমস্যায় পাশে থাকার আশ্বস্ত করেন। আরও বক্তব্য প্রদান করেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, পুইছড়ি জ্ঞান চর্চা পাঠাগার এর মুখপাত্র শাহাদাত হোসাইন প্রমুখ।

উল্লেখ্য, হৃদয়ে পুইছড়ি ব্লাড ব্যাংক ২০১৯সাল প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক, মানবিক এবং গণসচেতনতা বৃদ্ধি কার্যক্রমে অংশ গ্রহণ করে আলোকিত সমাজ বিনির্মানে কাজ করে যাচ্ছে। করোনায় ত্রাণ বিতরণ, মুমূর্ষু রোগীদের রক্তদান এবং রক্ত সংগ্রহ করে দেওয়া, চিকিৎসা ফান্ড কালেকশন, মানবতার দেয়াল স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিভিন্ন এজেন্ডা সফলভাবে সম্পন্ন হয়েছে।

হৃদয়ে পুইছড়ি পরিবার পুইছড়ি ইউনিয়নের ঐতিহ্য, ইতিহাস, সুনাম, সমৃদ্ধি, পজেটিভ রিপ্রেজেন্ট করতে সহায় ভুমিকা পালন করছে।

আরও পড়ুন  বাঁশখালী উপজেলা বঙ্গবন্ধু পরিষদ গঠিত