Search
Close this search box.
Search
Close this search box.

সাবেক এমএনএ জাকেরুল হক চৌধুরী’র ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত


স্বপ্নময় সমৃদ্ধ সাধনপুর ইউনিয়ন বিনির্মাণে অংশীদার “সাধনপুর ফুটন্ত গোলাপ’র পরিকল্পনায়, মুক্তিযুদ্ধ বিষয়ক সংগঠন “জয় বাংলা পরিষদ চট্টগ্রাম ও প্রজন্ম চট্টগ্রাম-বাঁশখালী উপজেলা শাখা’র যৌথ আয়োজনে বাঁশখালী তথা চট্টগ্রামের কৃতি সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র অন্যতম সহচর, বঙ্গবন্ধু সরকারের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক গভর্নর, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রাদেশিক পরিষদের সদস্য আলহাজ্ব জাকেরুল হক চৌধুরী’র ২৯ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল মরহুমের প্রতিষ্ঠিত ফোরকানিয়া মাদ্রাসায় কোরআন খানি ও মিলাদ মাহফিল, সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় গেইট থেকে শোভাযাত্রা মধ্যে দিয়ে মরহুমের কবরে পুষ্পস্তবক অপণ গত ১১ জুলাই ২০২২, সোমবার, সকালে বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সাংবাদিক চৌধুরী জসীমুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে পরিবারের পক্ষে মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা জানান মরহুমের বড় ছেলে সাধনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মনজুরুল হক চৌধুরী, দ্বিতীয় ছেলে বাঁশখালী আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মাহফুজুল হক চৌধুরী, নাতি দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মারুফুল হক চৌধুরী, ব্যাংকার রিয়াদ আরফিন চৌধুরী মিশু, সাধনপুর ইউনিয়ন পরিষদের পক্ষে নব নির্বাচিত চেয়ারম্যান কে এম সালাহউদ্দিন কামাল ও মেম্বারবৃন্দ, চট্টগ্রাম জেলা কর আইনজীবী সমিতির নেতা লায়ন শেখর দত্ত, সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষকবৃন্দ, সাধনপুর ফুটন্ত গোলাপ’র সভাপতি মো. নুরুল আলম, প্রজন্ম চট্টগ্রাম-বাঁশখালী শাখার অন্যতম প্রতিষ্ঠাতা মো. জিয়াউল রহমান, সদস্য এডভোকেট আমির মাহমুদ সোহেল, মোহাম্মদ সোহেল, শেখ সেলিম উদ্দিন, ব্যাংকার আবু বক্কর সিদ্দিক, বাঁশখালী স্টুডেন্টস ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আরিফ হোসেন, সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহাজাহান ও যুগ্ম সম্পাদক মো. নুরুল কবির চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে মো. আবদুল আলীম ও মো. আবু বক্কর, ইউনিয়ন যুবলীগের পক্ষে মো. তহিদুল ইসলাম ও মো. আরফাত চৌধুরী, জয় বাংলা পরিষদ চট্টগ্রাম-বাঁশখালী শাখার পক্ষে অনুষ্ঠান সমন্বয়কারী ও উপজেলা ছাত্র লীগ নেতা নাঈম উদ্দিন চৌধুরী, ছাত্রনেতা মোহাম্মদ নুরুল আজম, মো. আনিসুল ইসলাম, মো. কামরুল হাসান, প্রকাশ জলদাস, মোহাম্মদ আতিক, আহাত উদ্দীন সুমন, সাইমন ইসলাম খোকন।

আরও পড়ুন  বাঁশখালীতে দেড় লক্ষ চারা বিতরণ

বিশেষ মোনাজাত করেন মাওলানা মো. আনিসুর রহমান। এই সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে “সাধনপুর ফুটন্ত গোলাপ’র প্রকাশনায় মরহুমের স্মরণে একটি তথ্যমূলক স্মারক প্রকাশনা প্রকাশের প্রস্তুতি গ্রহণ করা হয়। এ ব্যাপারে যোগাযোগ করতে বিশেষভাবে আহ্বান করা হয়।