Search
Close this search box.
Search
Close this search box.

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বাঁশখালীর সন্তান ফয়সাল মাহমুদ

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক হলেন চট্টগ্রাম, বাঁশখালীর সন্তান ফয়সাল মাহমুদ।

রোববার (৩১ জুলাই) ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই পদে মনোনীত করা হয়।

চিঠিতে বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার রুপকল্প ২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রতিভ পদচারণা প্রশংসনীয়। আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হলো।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ফয়সাল মাহমুদ।

এছাড়া হল ছাত্র সংসদের নির্বাচিত পাঠকক্ষ বিষয়ক সম্পাদক ছিলেন তিনি।

ফয়সালের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। মেধাবী এই ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষার্থী।

আরও পড়ুন  বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি