গতকাল ৮ জুলাই (শনিবার) সরকারি আলাওল কলেজ হল রুমে দক্ষিণ জোনের নিয়ন্ত্রক মুহাম্মদ আলী আকবরের সঞ্চালনায় ও পরিচালক ইয়াছিন আরাফাত শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা এম. মহিউল আলম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার মাননীয় মেয়র অ্যাডভোকেট এস.এম তোফাইল বিন হোছাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি আলাওল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আজিজুর রহমান, জলদি হোসাইনিয়া কামিল মাদরাসার অধ্যাপক সৈয়দ মুহাম্মদ মুনিরুল ইসলাম আশরাফী, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রেজাউল করিম, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ওমর ফারুক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গাউসুল আজম মাইজভাণ্ডারী হজ্ব কাফেলার ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন চিশতী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মাস্টার মুহাম্মদ আজিজুল হক, মাওলানা আব্দুর রহিম সিরাজী, এস.এম শহিদুল ইসলাম, মুহাম্মদ রায়হান উদ্দিন, সাবেক পরিচালক মাওলানা শওকত আলী কাদেরী, মাওলানা মকসুদুল আলম, মুহাম্মদ রাশেদুল ইসলাম, সাবেক পরিচালক মাওলানা মুহিব্বুল্লাহ কাদেরী, মুহাম্মদ ফখরুদ্দীন, মুহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি কেন্দ্রীয় পরিচালনা বোর্ডের পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটির সদস্য মুহাম্মদ ওসমান শাহাদাত। এতে প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, “আগামীর প্রজন্মকে জনবান্ধব নাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা প্রতি বছর এই বৃত্তির আয়োজন করে থাকি। তোমাদের স্বপ্ন দেখাই। তোমাদের এখন থেকে একজন আদর্শ মানুষ, উচ্চ শিক্ষায় শিক্ষিত ও দেশের সুনাগরিক হিসেবে তৈরি হতে হবে। স্বপ্ন দেখতে হবে প্রতিদিন নিজেকে গড়ার। দেশ ও দশের জন্য কাজ করবার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। মা-বাবার আনুগত্য করতে হবে। এতেই তোমাদের মাতাপিতা, শিক্ষক ও দেশের স্বার্থকতা।”
এতে আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ জোনের উপ-পরিচালক মুহাম্মদ হাফিজ উল্লাহ্, সদস্য কাজেম রেজা হোসাইনী, মুহাম্মদ রফিকুল করিম, মুহাম্মদ শাহেদুল ইসলাম, এস.এম ইব্রাহিম কাদেরী, মুহাম্মদ হাবিব সিকদার, মুহাম্মদ ওসমান প্রমুখ।