পরিবেশ সংরক্ষণে প্রজন্মকে সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আজ বিশ্ব পরিবেশ দিবস পালন করল, সেচ্ছাসেবী সংগঠন কল্যাণ।
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এর ঘোষণা অনুযায়ী ‘Ecosystem Restoration (প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার)’ প্রতিপাদ্যে সারা বিশ্বের মত বাংলাদেশও পালন করেছে এই দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে কল্যাণের পক্ষ হতে আজ নগরীর মুরাদপুরে ৮টি স্বেচ্ছাসেবী সংগঠন ও শতাধীক পথচারীর মাঝে ১০০০ চারাগাছ বিতরণ করা হয়।
চারা বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় কল্যাণের পরিচালক ইঞ্জিনিয়ার আরিফ উদ্দীন বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে দেশকে রক্ষা করতে হলে দেশের বনভূমি সহ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে হবে। আর একটি গাছও কাটা যাবে না বরং অধিক হারে বৃক্ষরোপনের করতে হবে। এই বর্ষায় দেশের প্রতিটি মানুষকে অন্তত ১টি গাছ লাগতে হবে।
চারা বিতরণ অনুষ্টানে আরো উপস্তিত ছিলেন সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, কল্যাণের উপ পরিচালক সাংবাদ কর্মী আতিক উল্লাহ চৌধুরী, কল্যাণের সেক্রেটারী ব্যাংকার আবদুল্লাহ আল মুমিন, জাবেদ হোসেন, ইমাম হোসাইন, ইফতেখারুল ইসলাম, তরিকুল ইসলাম তানিম, রাকিব উদ্দীন,এডভোকেট আজিজুল হক মাসুদ, উম্মে ফারজানা, নাহিদ আক্তার প্রমূখ।
অনুষ্টানে শতাধীক পথচারী ছাড়াও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন চট্রগ্রাম বয়েজ, আলোর দিশারী, ওমেন ফর পীস, পরিবেশ রক্ষায় আমরা, শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুল, সুবিধা বঞ্চিত শিশুদের বিদ্যালয় বর্ণের স্কুল, গ্রীন পীস অব চট্রগ্রাম ও নগর মালীকে জনগণের মাঝে বিতরণ ও রোপনের জন্য ১০০০ চারা বিতরণ করার হয়।
অনুষ্টানে বক্তারা পরিবেশ রক্ষায় সরকার, প্রশসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হওয়ার উদাত্ত আহবান জানানো হয়।