Search
Close this search box.
Search
Close this search box.

বন্ধু দিবসে বাঁশখালী এক্সপ্রেসের আয়োজন

জীবনে চলার পথে বন্ধু শব্দটির আবেদন অন্যরকম। মানুষের সহজাত প্রবৃত্তি বন্ধু পরিবেষ্টিত হয়ে চলা। এই বন্ধুটি হতে পারে একটি বই, প্রাণী, ভাই, বাবা, মা যে কেউ। একজন ভাল বন্ধুর জন্য হাসতে হাসতে সবকিছু উজাড় করে দেয়া যায়। বিপরীত অভিজ্ঞতাও কম নয় বন্ধু রূপী কেউ কেউ জীবনকে তছনছ করে দেয়ার জন্য যথেষ্ট। বাঁশখালী এক্সপ্রেস আপনাদের সেসব গল্প প্রকাশ করতে চায়। জীবনে আসা বন্ধুদের নিয়ে অভিজ্ঞতা, সুখস্মৃতিকে আশ্রয় করে (১০০ শব্দে) লিখে ফেলুন। লেখা পাঠানোর সর্বশেষ সময় ২৮ জুলাই। লেখার নিচে নাম ও সংক্ষিপ্ত পরিচয়/পদবী উল্লেখ করে লেখা দিতে হবে মেইলে কিংবা হোয়াটসঅ্যাপে। যুক্ত করতে পারেন বন্ধুর সাথে সুন্দর একটি ছবিও। আন্তর্জাতিক বন্ধু দিবস উপলক্ষে আপনাদের প্রেরিত লেখনী থেকে আগামী ৩০ জুলাই নির্বাচিত কিছু অনুভূতি নিয়ে প্রকাশিত হবে বিশেষ ই-ক্রোড়পত্র ‘বন্ধু’। লেখা ও ছবি পাঠাতে ব্যবহার করুন (০১৭৫১৭৪০৭৪০) হোয়াটসঅ্যাপ banshkhaliexpress@gmail.com (ইমেইল)

ঘরের প্ল্যাটফর্ম বিবেচনা করে লেখনী অব্যাহত রাখবেন প্রিয় এক্সপ্রেসের ঠিকানায়। আপনাদের লেখনী ও সৃজনশীলতার আতুড়ঘর হয়ে উঠুক প্রিয় এক্সপ্রেস এই লক্ষ্যে নিরন্তর ছুটে চলা।

পুনশ্চঃ আরেকটা খুশির খবর জানাতে চাই, বাঁশখালী এক্সপ্রেসের শিল্প ও সাহিত্য বিষয়ক আয়োজনে যাদের লেখনী নির্বাচিত হবে তাদের বাঁশখালী এক্সপ্রেসের রাইটার ক্লাবের সদস্য করে নেয়া হবে। সে বিষয়ে আলাদা এনাউন্সমেন্ট পোস্ট দেয়া হবে।

আরও পড়ুন  মাগুরায় শিক্ষার্থীদের ন্যায্য মূল্যের বাজার