বাঁশখালী এসোসিয়েশন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এর এক্সিকিউটিভ সদস্যদের মিলনমেলা গত ১০ আগস্ট, ২০২৩ তারিখে নগরীর কুটুমবাড়ী রেস্টুরেন্ট, চকবাজার শাখায় অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সভাপতি মুনতাসির বিল্লাহ রাহাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাইম ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপদেষ্টা পর্ষদের সকল শিক্ষকগণ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই সভাপতি মুন্তাসির বিল্লাহ রাহাত, ইটিই ও সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন ফাহিম, ইইই এর নেতৃত্বে এক্সিকিউটিভ সদস্যবৃন্দকে বরণ করে নেওয়া হয়। বাদ আছর নামায বিরতির পর শুরু হয় শিক্ষক মন্ডলীর দিক নির্দেশমূলক বক্তব্য। এরপর এসোসিয়েশনের কমিটি ভিত্তিক ফটোসেশন শেষে এসোসিয়েশনের মঙ্গল কামনায় মোনাজাতের মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিক পর্ব।