স্বেচ্ছাসেবী, সামাজিক এবং জনকল্যাণমুলক সংগঠন একুশে ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ১৪জুন বিশ্ব রক্তদাতা দিবস নগরীর তাসপিয়া গার্ডেন হল রুমে সংগঠনের প্রতিষ্ঠাতা শামিম উল্লাহ আদিলের সঞ্চালনায় র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ আসিফুল হক, সভাপতিত্ব করেন- একুশে ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার পরিচালক- আমিরুল ইসলাম শুভ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অপ্রতিরোধ্য বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আদনান তুহিন, একুশে ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার সমন্বয়ক প্রফেসর নাজিম উদ্দীন ছানুবী, শেখ সিরাজুদ্দৌলা, আসহাব উদ্দিন, এডভোকেট শওকতুল ইসলাম, ছাত্রলীগ নেতা শোয়াইব প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আসিফুল হক বলেন- আজ ১৪জুন বিশ্ব রক্তদাতা দিবস। ১৯৯৫সাল থেকে রক্তদাতাদের অনুপ্রেরণা যোগাতে এই দিবসটি উদযাপন করা হয়।বর্তমান সময়ে তাৎক্ষণিকভাবে রক্তের প্রয়োজন মেটাতে স্বেচ্ছাসেবী সংগঠনের ভুমিকা অপরিসীম। একুশে ফাউন্ডেশনের মহতী উদ্যোগ স্বাগত জানাই। রক্তদানের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে তাদের সক্রিয় বিভিন্ন সামাজিক কার্যক্রম প্রশংসনীয়।
বিশেষ অতিথির বক্তব্যে আদনান তুহিন বলেন- রক্তদান হচ্ছে পৃথিবীর সবচেয়ে মহৎ কাজ। যারা রক্তদান করে তাদের সবার প্রতি শ্রদ্ধা। তাদের রক্তদানে মুমূর্ষু রোগী নতুন করে বাঁচতে স্বপ্ন দেখে।
এডমিন আমিরুল ইসলাম শুভ বলেন- একুশে ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরী শাখায় আমরা নিয়মিত রক্তদাতা সংগ্রহ করে দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। নতুন রক্তদাতা তৈরি করতে সংগঠনের কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে বলে জানান।
সংগঠনের প্রতিষ্ঠাতা শামিম উল্লাহ আদিল বলেন- মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজনে আমরা প্রতিনিয়ত রক্তদান, রক্ত সংগ্রহ করে কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি সামাজিক বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে আলোকিত সমাজ বিনির্মানের সহায় ভুমিকা পালন করতে সক্ষম হবে।