Search
Close this search box.
Search
Close this search box.

ব্যবসা ও সমাজসেবায় স্বাধীনতা স্মৃতি পদক পেলেন বাঁশখালীর মিজান

ব্যবসা বাণিজ্য ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় স্বাধীনতা স্মৃতি পদক- ২০২৪ পেয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান।

মঙ্গলবার ঢাকাস্থ প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁ-এ জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ আয়োজিত মহান স্বাধীনতা দিবস উদযাপন শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যবসা বাণিজ্য ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বর্ষসেরা সমাজসেবক-২০২৩ এ বাঁশখালী উপজেলার কালীপুর ইউপির গুনাগরি গ্রামের কৃতি সন্তান তরুণ উদ্যোক্তা ও শিল্পপতি, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশন এর সাবেক পরিচালক ও স্পেকট্রাম ইন্টারন্যাশনাল এর স্বত্বাধীকারী লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজানকে স্বাধীনতা স্মৃতি পদক-২০২৪ প্রদান করা হয়।

মোঃ ইকবাল মাহমুদ এর সভাপতিত্বে আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, উদ্বোধক ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সররাষ্ট্র মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, প্রধান আলোচক সাবেক চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. ফিরোজ এমপি, বিশেষ আলোচক হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ নজরুল ইসলাম বাবু এমপি।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সররাষ্ট্রমন্রী ও বাংলাদেশ আওমীলীগ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর নিজ হাতে স্বাধীনতা স্মৃতি পদক -২০২৪ সম্মাননা ক্রেস্টটি লায়ন শহীদুল মোস্তফা চৌধুরী মিজানের হাতে তুলে দেন।

উল্লেখ্য, লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান ছাত্রজীবন থেকে খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করেন, পৈত্রিক ব্যবসার পাশাপাশি নিজের শিপিং ব্যবসায় ও অবদান রাখেন। তিনি ২০১৪ ইং হতে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম এর সদস্য হন, তারই ধারাবহিকতায় ২০২০ সালে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

২০১৪ সালে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কসমোপলিটান এর সদস্য গ্রহণের মাধ্যমে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এ অন্তর্ভুক্ত হন। পরবর্তীতে ২০২১ সালে কসমোপলিটান ক্লাব এর সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন। বর্তমানে তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এর জেলা চেয়ারপারসন হিসেবে দায়িত্বে আছেন। পাশাপাশি তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন এর ফুটবল কমিটির সহ-সভাপতি এবং বাঁশখালী ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, তিনি ২০১১ সালে বাঁশখালী ক্রিকেট একাডেমী প্রতিষ্ঠা করেন, যাতে বর্তমানে ২৫০ জন ক্রিড়াবীদ ওই একাডেমির সদস্য হিসেবে প্রত্যেকদিন ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছেন এবং এই একাডেমীতে প্রশিক্ষণরত ক্রীড়াবিরা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন টুর্নামেন্ট এ অংশগ্রহণ করে দেশব্যাপী সুনাম বয়ে আনতে সক্ষম হচ্ছে।

আরও পড়ুন  বাঁশখালী উপজেলা নির্বাচন ৫ জুন