Search
Close this search box.
Search
Close this search box.

বাঁশখালী উপকূলীয় কলেজে প্রকাশনা উৎসব

২৬ মার্চ পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজে স্বাধীনতা দিবস, কলেজের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী, কলেজ ম্যাগাজিন ‘মনীষা’র ২০তম সংখ্যা প্রকাশ, বই মেলা, কলেজ শিক্ষা উন্নয়ন ও আজিজ-আনোয়ারা স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান অধ্যক্ষ মোহাম্মদ জাকের হোছাইনের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আবু ইউসুফ চৌধুরী, শিক্ষা সংগঠক মুহাম্মদ মুজিবুর রহমান, অধ্যাপক আজিজ উদ্দিন হায়দার, সমাজসেবী সাইফুদ্দিন আজিজ, উপাধ্যক্ষ বশির উদ্দিন আহমদ কনক, অধ্যাপক মো. আনোয়ার হোসেন মজুমদার, অধ্যাপক মোহাম্মদ জমির হায়দার বাবলা, অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ হোসেন, অধ্যাপক বাবুল কান্তি দেব, অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক মো. নেজাম উদ্দিন সাগর, শিক্ষার্থীদের মধ্যে নাহিম তালুকদার মোরশেদ, খাদিজাতুল কোবরা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানে পঞ্চাশজন শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে, দেড় লক্ষ টাকা কলেজ শিক্ষা উন্নয়ন ও আনোয়ার আজিজ স্মৃতি বৃত্তি প্রদান করা হয়।

আরও পড়ুন  বাঁশখালীতে ২য় ধাপে ঘর পেলেন ৪০ ভূমি ও গৃহহীন পরিবার